শেষ হলো ১৩৬তম ক্যান্টন ফেয়ারের প্রথম পর্ব
2024-10-20 16:52:33

অক্টোবর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ১৩৬তম ক্যান্টন ফেয়ার বা আমদানি-রপ্তানি মেলার প্রথম পর্ব শেষ হয়েছে। গেল ১৫ অক্টোবর থেকে দেশটির কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে শুরু হওয়া এ মেলার প্রথম পর্ব শেষ হয় শনিবার।

 

এবারের মেলায় সাড়ে ১৫ লাখ বর্গ মিটার জায়গাজুড়ে করা হয়েছে ৫৫টি প্রদর্শনী এলাকা।

আয়োজকরা বলছে, এবারের সেশনে প্রায় ৩ লাখ ৯০ হাজারেরও বেশি ডিজিটাল এবং স্মার্ট পণ্য প্রদর্শিত হবে, যা গতবছরের তুলনায় তিন গুণ বেশি।

 

প্রথম পর্বে মেলাজুড়ে পাওয়া যাচ্ছে গৃহস্থালি বৈদ্যুতিক যন্ত্রপাতি, ভোক্তা ইলেকট্রনিক্স, আলোর সরঞ্জাম, নতুন শক্তির সংস্থান, নতুন রাসায়নিক পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম, সাধারণ যন্ত্রপাতি-যন্ত্রাংশ, ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেম, নির্মাণ যন্ত্র, কৃষিযন্ত্র, নতুন জ্বালানির গাড়ি এবং মোটরসাইকেল, সাইকেল, ও গাড়ির খুচরা যন্ত্রাংশ।

 

মেলার দ্বিতীয় পর্ব শুরু হবে ২৩ অক্টোবর। তিন পর্বের মেলা চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি- সিসিটিভি