অক্টোবর ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দার্শনিক কনফুসিয়াসের ২ হাজার ৫৭৫তম জন্মবার্ষিকী স্মরণে শুরু হয়েছে সপ্তম আন্তর্জাতিক কনফুসিয়ান অ্যাসোসিয়েশন-আইসিএ সম্মেলন। শনিবার বেইজিংয়ে শুরু হয় এই সম্মেলন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের রাজনৈতিক পরামর্শক সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং।
ওয়াং বলেন, সামনের দিনগুলোতে চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির সৃজনশীল রূপান্তর এবং উদ্ভাবনী উন্নয়নে জোর দেওয়া হবে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ, জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মধ্যে বিনিময় ও পারস্পরিক শেখার উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এ উদ্যোগ শুধু চীনা সভ্যতাকেই সমৃদ্ধ করবে না, বরং বৈশ্বিক সভ্যতায় অবদান রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আইসিএ প্রেসিডেন্ট সান চুনলান।।
প্রাচীন চীনা দার্শনিক কনফুসিয়াস (৫৫১-৪৭৯ খ্রিষ্টপূর্ব) এমন একটি পূর্ণাঙ্গ চিন্তাধারা প্রতিষ্ঠা করেন, যা কনফুসিয়ানিজম নামে পরিচিত।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি