বৈশ্বিক সবুজ উন্নয়ন নিয়ে ইউননানে সমবেত হয়েছেন চীনা ও বিদেশী অতিথিরা
2024-10-20 17:27:02

অক্টোবর ২০: ২০২৪ প্রোমোটিং গ্লোবাল ইকোলজিক্যাল সিভিলাইজেশন কনস্ট্রাকশন (এরহাই) ফোরামের মূল ফোরাম গতকাল শনিবার ইউননান প্রদেশের তালি শহরে অনুষ্ঠিত হয়। প্রায় ৩০০ চীনা এবং বিদেশী অতিথি ‘পরিবেশ-বান্ধব আধুনিকীকরণের প্রচারে হাত মেলানো’ থিমে গভীরভাবে মতবিনিময় করার জন্য একত্রিত হন।

চায়না ইন্টারন্যাশনাল পাবলিশিং গ্রুপের পরিচালক তু জান ইউয়ান বলেছেন যে, পরিবেশ-বান্ধব আধুনিকীকরণের জন্য একসাথে কাজ করতে, আমাদের অবশ্যই মানুষ ও প্রকৃতির মধ্যে সম্প্রীতিময় সহাবস্থানের উন্নয়ন ধারণাকে মেনে চলতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির ভালো ব্যবহার করতে হবে। বিভিন্ন দেশে পরিবেশগত সভ্যতা নির্মাণের উপকারী ফলাফল এবং সভ্যতার মধ্যে আদান-প্রদান ও পারস্পরিক শিক্ষাকে শক্তিশালী করতে আমাদের অবশ্যই বিশ্বকে একত্রিত করতে হবে পরিবেশগত সভ্যতা গড়ে তোলার জন্য এবং যৌথ কার্যক্রমকে ত্বরান্বিত করতে হবে।

চীনে, ক্রোয়েশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত দারিও মিহেলিন বলেছেন যে, ক্রোয়েশিয়া জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মতো ক্ষেত্রে চীনের সাথে টেকসই ও ফলপ্রসূ সহযোগিতা করেছে।

 (স্বর্ণা/হাশিম/লিলি)