অক্টোবর ২০, সিএমজি বাংলা ডেস্ক : প্রথমবারের মতো চীনের চেচিয়াং প্রদেশের হ্যাংচৌ শহরে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেধাসম্পদ রক্ষা সমিতি (এআইপিপিআই) সম্মেলনে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সিচিনপিং। শনিবার এই অভিনন্দনবার্তা পাঠান সি।
বার্তায় সি বলেন, চীন মেধাসম্পদ রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং দেশকে একটি মেধাসম্পদের পাওয়ারহাউজে পরিণত করতে সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, চীন মেধাসম্পদ রক্ষায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং চীনা বৈশিষ্ট্যের মেধাসম্পদ উন্নয়নের একটি পথ তৈরি করেছে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘মেধাসম্পদ অধিকার রক্ষা ও উদ্ভাবনী উন্নয়ন।’
সম্মেলনে ৯২টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৫৯ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
১৯ অক্টোবর থেকে শুরু হওয়া সম্মেলনটি চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- চায়না ডেইলি