হাইতির সকল দলের রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান চীনের
2024-10-19 19:35:59

অক্টোবর ১৯: চীন আশা করে যে হাইতির সমস্ত দল এবং উপদল জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি সামনে এগিয়ে নেবে। জাতিসংঘে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি কেং শুয়াং গতকাল  শুক্রবার নিরাপত্তা পরিষদ হাইতির নিষেধাজ্ঞার অনুমোদনের প্রস্তাবের বর্ধিতকরণে ভোট দেওয়ার পরে একটি ব্যাখ্যামূলক বক্তৃতায় এ কথা বলেছেন।

কেং শুয়াং বলেন, হাইতির ওপর নিষেধাজ্ঞা আরো এক বছরের জন্য বাড়ানোর জন্য নিরাপত্তা পরিষদের ২৭৫২ নম্বর প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হওয়ায় চীন স্বাগত জানায়। বর্তমানে, হাইতির নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি, অস্ত্র নিষেধাজ্ঞার ব্যবস্থা বাস্তবায়িত হয়নি এবং হাইতির জনগণের নিরাপত্তা এখনও গুরুতর হুমকির মধ্যে রয়েছে। নিরাপত্তা পরিষদের ২৭৫২ নম্বর প্রস্তাব গ্রহণ একটি কার্যকর প্রতিক্রিয়া। প্রস্তাবটি অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়ে কঠোর, আরও বিশদ এবং আরও লক্ষ্যযুক্ত বিধান সরবরাহ করে। চীন আশা করে যে সমস্ত পক্ষ বিবেকপ্রসূতভাবে প্রস্তাবটি বাস্তবায়ন করতে পারে এবং বিভিন্ন গোষ্ঠীগুলোর উপর সত্যিকার অর্থে একটি প্রতিরোধক প্রভাব ফেলতে উপরোক্ত ব্যবস্থাগুলোর বাস্তবায়নকে প্রচার করতে পারে। বাহ্যিক সমর্থন শুধুমাত্র উপসর্গ নিরাময় করতে পারে, মূল সমস্যা সমাধান করতে পারে না। হাইতিকে অবশ্যই তার নিজস্ব প্রচেষ্টার উপর নির্ভর করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব একটি আইনি, দায়িত্বশীল এবং কার্যকর সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং কার্যকরভাবে একটি ‘হাইতির জনগণের নেতৃত্বাধীন ও মালিকানাধীনে’ রাজনৈতিক প্রক্রিয়া প্রচার করতে হবে।

(স্বর্ণা/হাশিম/লিলি)