প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর রাজনীতিবিদদের সঙ্গে ওয়াং ই’র বৈঠক
2024-10-19 17:03:14

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: টোঙ্গার সাবেক প্রধানমন্ত্রী তুইভাকানোর নেতৃত্বে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে ওয়াং বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর সঙ্গে চীনের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। চীন দেশগুলোর সঙ্গে রাজনৈতিক মতবিনিময় এবং সংলাপ জোরদার করতে আগ্রহী। পাশাপাশি চীন ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো যৌথভাবে অভিন্ন ভবিষ্যতের ঘনিষ্ঠ সম্প্রদায় গড়ে তুলতে চায়।

 

তুইভাকানো ও অন্যান্য রাজনীতিবিদরা বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোতে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং স্থানীয় বাসিন্দাদের জীবিকা বেড়েছে। পাশাপাশি এই দেশগুলো এক-চীন নীতি মেনে চলবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে চীনের সঙ্গে কাজ করবে।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিনহুয়া