সমন্বিত জাতীয় বাজার প্রতিষ্ঠা নিয়ে সভা করেছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং
2024-10-19 17:21:14

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রীয় পরিষদের কার্যনির্বাহী সভায় একটি সমন্বিত জাতীয় বাজার প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। শুক্রবারের ওই সভায় সভাপতিত্ব করেন লি।

 

বৈঠকে বলা হয়, একটি ঐক্যবদ্ধ জাতীয় বাজার নির্মাণের অগ্রগতি হলো এমন এক পদ্ধতিগত সংস্কার যার লক্ষ্য ব্যবসার জন্য একটি ন্যায্য এবং সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা।

 

বৈঠকে আরও বলা হয়, বাজারের মৌলিক ব্যবস্থা ও নিয়মগুলোর সমন্বিতকরণ করা হলে তাতে একটি ন্যায্য বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত হবে এবং বাজারের নানা সুবিধাগুলোর মাঝে সংযোগ নিশ্চিত করা যায়।

 

স্থানীয় প্রশাসনগুলোর উচিত স্থানীয় বাজারে ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে উন্নয়নে মনোনিবেশ করা, স্থানীয় সুরক্ষাবাদ এবং বাজারের বিভাজন দূর করে অর্থনৈতিক সঞ্চালনের বাধা কমানো এবং বড় স্কেলে পণ্য, ও সম্পদের মসৃণ প্রবাহ সহজ করা।

 

চীনের মৎস্য আইনের খসড়া সংশোধনের নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এ আইনে মাছের সুরক্ষা, প্রজনন এবং যুক্তিসঙ্গত ব্যবহার জোরদারে গুরুত্ব দেওয়া হয়। গভীর সমুদ্রে জলজ সম্পদের বিকাশে উন্নত জাত, উন্নত প্রযুক্তি এবং এ খাতে নতুন সরঞ্জাম ব্যবহারের আহ্বানও জানানো হয়েছে বৈঠকে।

 

ফয়সল/নাহার

 

তথ্য ও ছবি: সিসিটিভি