রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ন্যাটোকে যুদ্ধের একটি পক্ষ না হওয়া নিশ্চিত করতে হবে: জার্মান চ্যান্সেলর
2024-10-19 19:11:17

অক্টোবর ১৯: জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেছেন, চলমান সংঘর্ষে জার্মানি, ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে, তবে ন্যাটোকে যুদ্ধের একটি পক্ষ না হওয়া নিশ্চিত করতে হবে, যাতে আরও গুরুতর বিপর্যয় এড়ানো যায়। গতকাল (শুক্রবার) বার্লিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বৈঠকে শোলজ ও বাইডেন রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক সংঘাত পরিস্থিতির আরও অবনতি রোধ করা খুবই প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন শোলজ।

(তুহিনা)