চীনে আন্তর্জাতিক চিনামাটির প্রদর্শনী শুরু
2024-10-19 17:12:14

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে শুরু হয়েছে আন্তর্জাতিক সিরামিক এক্সপো ২০২৪।‘চিনামাটির রাজধানী’ খ্যাত পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের চিংতেচেনে শুরু হয়েছে এই প্রদর্শনী।

 

এবারের আয়োজন হচ্ছে ১ লাখ ৪০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে, যা এযাবৎকালের সবচেয়ে বড় ভেন্যু।

 

আয়োজকরা বলছেন, এবারের প্রদর্শনীতে আন্তর্জাতিক ব্র্যান্ড, প্রচলিত ঐতিহ্যবাহী ভাটা এবং স্থানীয় চিংতেচেন সিরামিক এন্টারপ্রাইজ এবং আর্ট স্টুডিওর এক হাজার ১০০টিরও বেশি পণ্যগুলো প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি এই এক্সপোতে জাপান, জার্মানি এবং যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের আন্তর্জাতিক ব্র্যান্ড অংশগ্রহণ করেছে।

 

এক্সপো ছাড়াও, সিরামিক সংস্কৃতির ঐতিহ্য এবং উদ্ভাবন সম্পর্কিত ফোরাম এবং শিল্প প্রদর্শনীসহ একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হবে।

 

২০০৪ সালে প্রথম অনুষ্ঠিত হয় সিরামিক এক্সপো। এর আগে চীন চিংতেচেন আন্তর্জাতিক সিরামিক মেলা অনুষ্ঠিত হতো। যা ছিল বিশ্বের সেরা চীনামাটির বাসন প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

আয়োজকরা জানালেন, গত দুই দশকে ইভেন্টটি ৪৯টি দেশ এবং অঞ্চলের প্রায় ২ হাজার ৫০০টি বিদেশি প্রতিষ্ঠানকে আকৃষ্ট করেছে।

 

নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি