অক্টোবর ১৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত বৃহস্পতিবার রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শন করেছেন। তিনি নতুন যুগে সামরিক বাহিনীকে শক্তিশালী করার চিন্তাভাবনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের, নতুন যুগের সামরিক কৌশলগত নীতিগুলো বাস্তবায়ন, নির্মাণের বৈশিষ্ট্য ও আইন উপলব্ধি করার উপর জোর দিয়েছেন। তাছাড়া, কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর নির্মাণ ও অপারেশনাল নিয়ম নিয়ন্ত্রণ করা, রাজনৈতিক নির্দেশনা মেনে চলা, মিশনের দায়িত্বগুলোকে শক্তিশালী করা, কঠোর পরিশ্রম করা, সামরিক বাহিনীর উচ্চ-মানের উন্নয়ন করা, কৌশলগত প্রতিরোধ ও প্রকৃত যুদ্ধের ক্ষমতা বাড়ানো এবং দৃঢ়তার সাথে সিপিসি এবং জনগণের অর্পিত বিভিন্ন কাজ সম্পূর্ণ করার উপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট।
(স্বর্ণা/হাশিম/লিলি)