৫০ লাখ চীনা পর্যটকের লক্ষ্য সৌদি আরবের
2024-10-19 17:19:44

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন থেকে পর্যটন বাড়ানোর প্রচেষ্টা জোরদার করছে সৌদি আরব। সৌদি প্রশাসন আশা করছে, ২০৩০ সালের মধ্যে ৫০ লাখ চীনা দর্শনার্থীকে স্বাগত জানাবে তাদের দেশ।

 

শুক্রবার বেইজিংয়ের সাংস্কৃতিক নিদর্শন থিয়েনথান পার্কে চালু হয়েছে সৌদি ট্রাভেল এক্সপো। ৯ দিনব্যাপী অনুষ্ঠানটি উদ্বোধন করে সৌদি পর্যটন কর্তৃপক্ষ। এ আয়োজনের লক্ষ্য—বৈশ্বিক পর্যটন মঞ্চে সৌদি আরবের উপস্থিতি জোরদার করা এবং চীনা পর্যটকদের আকর্ষণ করা।

 

অনুষ্ঠানে দর্শনার্থীদের জন্য সৌদি ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এখানে দেশটির শিল্প পরিবেশনা, খেজুর ও কফির স্বাদ এবং ঐতিহ্যবাহী বুনন কৌশলও দেখানো হয়েছে। রয়েছে সৌদি আরবের দিরিয়া ও আল-উলার মতো পর্যটন আকর্ষণের ভার্চুয়াল উপস্থাপনাও।

 

সৌদি পর্যটন কর্তৃপক্ষের মতে, সৌদি আরবের পর্যটন সংশ্লিষ্টরা চীনা পর্যটকদের ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে নিরাপত্তা ও উপভোগের দিকে মনোনিবেশ করেছে। সেইসঙ্গে বাড়ানো হচ্ছে এয়ারলাইন্সের সক্ষমতাও।

 

বেইজিং, শাংহাই, কুয়াংচৌ এবং শেনচেন থেকে রিয়াদ ও জেদ্দার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হলে চীনা পর্যটকদের জন্য সৌদি আরব ভ্রমণ আরও সুবিধাজনক হবে বলেও জানান তারা।

 

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিসিটিভি