মার্কিন প্রতিরক্ষা বিভাগকে চ্যালেঞ্জ করে চীনা প্রতিষ্ঠানের মামলা
2024-10-19 17:13:14

অক্টোবর ১৯, সিএমজি বাংলা ডেস্ক: মার্কিন প্রতিরক্ষা বিভাগের (ডিওডি) কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে বিশ্ববিখ্যাত চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডিজেআই। শনিবার এ মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি।

বার্তাসংস্থা সিনহুয়ায় প্রকাশিত এক সংবাদে ডিজেআই বলেছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের সিদ্ধান্তটি ভুল এবং প্রতিরক্ষা বিভাগের সঙ্গে টানা ১৬ মাসেরও বেশি যোগাযোগ করার পর মার্কিন ফেডারেল আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

প্রতিষ্ঠানটি আরও বলছে, তাদের তৈরি ড্রোনগুলো বাণিজ্যিক এবং বেসামরিক কাজের জন্য ব্যবহার করা হয়। কোনও সামরিক উদ্দেশ্যে ড্রোন তৈরি করা হয় না কিংবা এগুলো সামরিক ড্রোন নয়।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিজিটিএন