অক্টোবর ১৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (বৃহস্পতিবার), আনহুই প্রদেশের আনছিং শহর ও হ্যেফেই শহর সফর করেন।
সফরের অংশ হিসেবে তিনি থংছেংয়ের লিউছিসিয়াংয়ে ইতিহাস ও সংস্কৃতি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, লিউছিসিয়াং প্রাচীন চীনা মানুষের ইতিহাস ও সমৃদ্ধির প্রতীক। চীনা জাতির ঐতিহ্যগত সদ্গুণ প্রচার, জনগণের জীবিকা সমস্যার সমাধান, এবং সামাজিক মতভেদ হ্রাস করতে হবে। আর এর লক্ষ্য, সমাজকে আরও সম্প্রীতিময় করা।
একই দিন তিনি হ্যেফেই’র পিনহু বিজ্ঞান নগরও পরিদর্শন করেন। নগরে চারটি জাতীয় পর্যায়ের উন্নয়ন-এলাকা ও তিনটি প্রাদেশিক পর্যায়ের উন্নয়ন-এলাকা রয়েছে। এখানে সি চিন পিং সাম্প্রতিক বছরগুলোয় বিজ্ঞান ও প্রযুক্তি খাতে আনহুই প্রদেশের গুরুত্বপূর্ণ সাফল্য সম্পর্কে ধারণা পান এবং স্থানীয় বিজ্ঞানী ও শিল্পপতিদের খোঁজখবর নেন।
এ সময় সি বলেন, চীনা শৈলীর আধুনিকায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো বিজ্ঞান ও প্রযুক্তি। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি খাতের প্রতিভাবান ব্যক্তিদের ওপর বেশি গুরুত্বারোপ করে এবং তাঁদের যত্ন নেয়। তিনি তাঁদেরকে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিকায়নের জন্য কাজ করে যেতে উত্সাহ দেন। (ছাই/আলিম/ওয়াং হাইমান)