চীনে প্রবেশকারী ও চীন থেকে বাইরে যাওয়া মানুষের সংখ্যা ৩০.১ শতাংশ বেড়েছে
2024-10-18 18:09:03


অক্টোবর ১৮: চীনের জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা ব্যুরো আজ (শুক্রবার) ‘তৃতীয় প্রান্তিকে অভিবাসন ব্যবস্থাপনা কর্মকাণ্ডের প্রধান পরিসংখ্যান, ২০২৪’ প্রকাশ করেছে। পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনে প্রবেশকারী ও চীন থেকে বাইরে যাওয়া মানুষের সংখ্যা ছিল ১৬ কোটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০.১ শতাংশ বেশি।

জানা গেছে, গোটা চীনে বিভিন্ন বন্দর দিয়ে প্রবেশকারী বিদেশী পর্যটকের সংখ্যা ছিল ৮১ লাখ ৮৬ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮.৮ শতাংশ বেশি। এর মধ্যে ভিসা-মুক্ত সুবিধাপ্রাপ্ত প্রবেশকারীর সংখ্যা ছিল ৪৮ লাখ ৮৫ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৮.৬ শতাংশ বেশি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)