অক্টোবর ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক অফিসের পরিচালক ওয়াং ই গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখ্যমন্ত্রী কস্তার নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করেছেন।
সাক্ষাতের সময় ওয়াং ই বলেন, চীন ব্রাজিলের সাথে তার সম্পর্ককে অনেক গুরুত্ব দেয় এবং তার উন্নয়নের সম্ভাবনায় আত্মবিশ্বাসী। চীন ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীর সুযোগ কাজে লাগিয়ে উচ্চ পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠ করে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করতে চায় এবং কৌশলগত সমন্বয় বাড়াতে চায়। যাতে দু’দেশের কূটনীতির উজ্জ্বল আগামী ৫০ বছর তৈরি করা যায় এবং একটি অভিন্ন স্বার্থের সমাজ গঠন করা যায়।
কস্তা বলেন, ব্রাজিল চীনের উন্নয়নের সাফল্য এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চীনা অবদানের দারুণ প্রশংসা করে। দেশটি দ্বিপাক্ষিক সম্পর্কের উচ্চতর অবস্থান স্পষ্ট করা, অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো সবুজ রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রেসিডেন্টদ্বয়ের কূটনীতিকে একটি নির্দেশিকা হিসাবে ব্যবহার করতে চায়।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)