অক্টোবর ১৮: দশম আন্তর্জাতিক পরিষ্কার জ্বালানিসম্পদ ফোরাম গতকাল (বৃহস্পতিবার) পর্তুগালের ওইরাসে শেষ হয়। চীন, পর্তুগাল, ব্রাজিল ও জার্মানিসহ দশটিরও বেশি দেশের ২ শতাধিক অংশগ্রহণকারী, নীল অর্থনীতি, পরিষ্কার জ্বালানিসম্পদ, এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উদ্ভাবন নিয়ে গভীরভাবে আলোচনা করেন।
পর্তুগালের সমুদ্র ফোরাম সংস্থার চেয়ারম্যান কার্লোস কোস্টা পিনা ফোরামে বলেন, নীল অর্থনীতি বর্তমান বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি চালিকশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি সমুদ্র সম্পদের পরিচালনার যোগ্যতা উন্নত করে এবং নীল অর্থনীতির টেকসই উন্নয়ন ত্বরান্বিত করে।
আন্তর্জাতিক পরিষ্কার জ্বালানি সম্পদ ফোরাম (ম্যাকও)-এর চেয়ারম্যান সু শু হুই মনে করেন, সবুজ ব্যাংকিং ও নীল কার্বন বিনিয়োগ হবে পরিষ্কার জ্বালানিসম্পদ পরিকল্পনার টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার চালিকাশক্তি।
উল্লেখ্য, আন্তর্জাতিক পরিষ্কার জ্বালানিসম্পদ (ম্যাকাও) ও পর্তুগাল সমুদ্র ফোরাম সংস্থা যৌথভাবে এবারের ফোরাম আয়োজন করে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)