গাজায় হামাস নেতা সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েল
2024-10-18 10:49:32

অক্টোবর ১৮: গতকাল (বৃহস্পতিবার) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং জাতীয় নিরাপত্তা ব্যুরো যৌথ বিবৃতিতে জানায় যে, গাজায় আইডিএফের সামরিক অভিযানে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ১৬ অক্টোবর গাজার দক্ষিণাঞ্চলের একটি সামরিক অভিযানে সিনওয়ার নিহত হন। গত বছরের ৭ অক্টোবর তাঁর পরিচালনায় হামাস যোদ্ধারা ইসরায়েলের ওপর হামলা চালায় এবং অনেক ইসরায়েলিকে হত্যা করা হয় ও আটক করা হয়।

গত এক বছরে গাজার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন সিনওয়ার। গত কয়েক সপ্তাহে গাজার দক্ষিণাঞ্চলে হামাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের গোপন স্থানের ওপর সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। তাতে তিনজন হামাস সদস্য নিহত হয়, তাদের মধ্যে রয়েছেন সিনওয়ার।

 

উল্লেখ্য, ৩১ জুলাই হামাসের রাজনৈতিক ব্যুরোর নেতা ইসমাইল হানিয়াহকে ইরানের তেহরানে হত্যা করা হয় এবং ৬ অগাস্ট সিনওয়ার হামাসের নতুন নেতা হিসেবে দায়িত্ব নেন।

 

(সুবর্ণা/তৌহিদ/রুবি)