মোঃ সাব্বির হোসেনের সাক্ষাত্কার
2024-10-18 21:20:16

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন মোঃ সাব্বির হোসেন। তিনি বর্তমানে বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশন (BUPT)-এ পিএইচডি করছেন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর ওপর। এর আগে তিনি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেইজিং (USTB) থেকে, তথ্য ও যোগাযোগ প্রকৌশল-এর ওপর।

তিনি ২০২১ সালে সেরা বিদেশী শিক্ষার্থী (দ্বিতীয়) নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০২২ সালে সেরা বিদেশী গ্র্যাজুয়েট শিক্ষার্থী নির্বাচিত হন। সাব্বির চীনে ভলান্টিয়ার হিসেবে কাজ করে অনেক এওয়ার্ড পেয়েছেন। তিনি চীনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সাথে সংযুক্ত। ২০২২ সালে মাস্টার্স ডিগ্রি অর্জনশেষে সাব্বির শাংহাইয়ে চাকরি করেছেন টেকনিকাল সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। তার ১০টিরও বেশি গবেষণাপত্র আন্তর্জাতিক বিভিন্ন বিজ্ঞান জার্নাল ও কনফারেন্সে প্রকাশিত হয়েছে।

সাব্বির চীনকে ভালোবাসেন, বেশি ভালোবাসেন বেইজিং শহরকে। চীনের রাজনীতি ও সংস্কৃতির প্রতি রয়েছে তার গভীর আগ্রহ। সাব্বির চীনের ঐতিহ্যবাহী পোশাক হানফু পড়তে ভালোবাসেন। বর্তমানে তাঁর গবেষণাকাজ কেমন চলতে? জানতে, চলুন, কথা বলি তাঁর সঙ্গে।