অক্টোবর ১৮: উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উন গতকাল (বৃহস্পতিবার) কোরিয়ান গণবাহিনীর দ্বিতীয় ইউনিটের সদর দফতর পরিদর্শন করেন। এ সময় তিনি সশস্ত্রবাহিনীর যুদ্ধক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন। বার্তা সংস্থা কেসিএনএ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা জানায়, কিম জং-উন সীমান্তে সর্বদা সজাগ থাকতে সেনা কর্মকর্তা ও সৈন্যদের উত্সাহ দেন। তিনি শত্রুদের তত্পরতাসংক্রান্ত প্রতিবেদন শোনেন।
তিনি জোর দিয়ে বলেন, সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং জাতীয় সুরক্ষার জন্য আরও ব্যবহারিক সামরিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)