সংঘর্ষে মানবিক সংস্থার শরণার্থীদের সাহায্যে বাধা দেওয়ার অধিকার নেই: চীনা প্রতিনিধি
2024-10-18 11:13:38

অক্টোবর ১৮: জাতিসংঘের জেনিভা কার্যালয় এবং সুইস অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ছেন স্যুই গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ শরণার্থী নির্বাহী কমিটির ৭৫তম অধিবেশনের সাধারণ বিতর্কে শরণার্থী বিষয়ে চীনের অবস্থান ও কার্যক্রম ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, বর্তমান বিশ্বে মানুষ বাধ্য হয়ে গৃহহীন হচ্ছে। যুদ্ধ ও সংঘর্ষ হলো বিরাটাকারের গৃহহীন হবার প্রধান কারণ। আন্তর্জাতিক সমাজের উচিত ইতিবাচকভাবে যুদ্ধবিরতি ও সহিংসতা বন্ধ-সংক্রান্ত সমস্যার রাজনৈতিক সমাধান বেগবান করে, আরো বড় মানবিক দুর্যোগ এড়ানো। সংঘর্ষে কোনো পক্ষের মানবিক সংস্থার শরণার্থীদের সাহায্যে বাধা দেওয়ার অধিকার নেই। শরণার্থী সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান পরিকল্পনা খুঁজে বের করে, শরণার্থীর উত্স দেশের উন্নয়ন সামর্থ্য বাড়িয়ে, শরণার্থীদের জন্মস্থানে ফিরে যাবার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। এ ছাড়া এআই’র মতো নবোদিত প্রযুক্তি শরণার্থীর মর্যাদার নিশ্চয়তা ও শরণার্থীদের আগমনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে।

(প্রেমা/তৌহিদ/ছাই)