তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে সৃজনশীল পণ্য বাজারে এনছে স্বর্ণ ব্যবসায়ীরা
2024-10-18 18:03:24

অক্টোবর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: তরুণ প্রজন্মের ক্রেতাদের আকর্ষণ করার জন্য সৃজনশীল সব পণ্য বাজারে এনছেন শেনচেন সিটির স্বর্ণ ব্যবসায়ীরা। সোনার দাম আকাশ ছোঁয়া হলেও নিত্যনতুন এসব পণ্যে চাঙা হয়ে উঠেছে দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন সিটির স্বর্ণ বাজার। 

শেনচেনের একটি সোনার দোকান ৪৯৯ ইউয়ান(প্রায় ৭০ মার্কিন ডলার) মূল্যের একটি সোনার ব্লাইন্ড বক্স চালু করেছে। এরমধ্যে ০.৪ গ্রাম সোনার তৈরি পণ্য রয়েছে। এই পণ্যের অভিনবত্ব অনেক ক্রেতাকে আকৃষ্ট করেছে। গোল্ড থিমড এই মাহচোং ব্লাইন্ড বক্সে ছয়টি ভিন্ন স্টাইলের পণ্য রয়েছে। লুকানো পণ্যটি সবচেয়ে আকর্ষণীয়। 

সোনার ব্লাইন্ড বক্স ছাড়াও বিভিন্ন রকম ছোট, সূক্ষ্ম ও আধুনিকভাবে ডিজাইন করা সোনার গয়না তরুণ প্রজন্মকে দারুণভাবে আকৃষ্ট করছে। শেনচেনের একটি সোনার দোকানের বিক্রয় পরিচালক তোং উফেই বলেন,‘ এইসব পণ্যে অনেক সময় এনামেল করা হয়, রঙে বৈচিত্র্য আনা হয় এবং ফ্যশনেবলভাবে তৈরি করা হয়। গতবছরের তুলনায় আমাদের বিক্রি ৮০ শতাংশ বেড়েছে।’ 

শেনচেনের শুইপেই স্বর্ণ ও রত্ন হাবে কাজ করেন লিউ চিয়ংছি। তিনি  একটি সোনার বাইব্যাক স্টোরে কাজ করেন। তিনি জানান, গত দুই থেকে তিন মাসে, তার দোকানে সোনা আবার কিনে নেয়া বা বাইব্যাকের দাম বেড়েছে, যার ফলে অর্থের বিনিময়ে সোনার পণ্য কেনাবেচা করতে চান এমন ভোক্তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷

তিনি বলেন, "সোনার দাম ৬০০ ছাড়িয়ে গেছে, বাইব্যাক মূল্যও প্রায় ৫৯০  এর কাছাকাছি। বাইব্যাকের পরিমাণ ৬০ শতাংশের বেশি বেড়েছে। আমাদের দোকানে, আমরা ছুটির পরে প্রতিদিন প্রায় ৮০০গ্রাম রিসাইকেল করি, যখন অন্যান্য দোকানগুলো এক থেকে তিন কেজির মধ্যে হ্যান্ডেল করে। সম্প্রতি, আমাদের গ্রাহক এত বেশি হয়েছে যে তাদের কয়েকজনকে বাইব্যাক করার জন্য অন্য দোকানে রেফার করেছি।” 

শান্তা/ফয়সল