চৌ বিছাং
2024-10-18 10:14:27

চৌ বিছাং ১৯৮৫ সালের ২৬ জুলাই হুনান প্রদেশের রাজধানী ছাংশা শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনা ভাষার একজন গায়িকা,  গীতিকার ও অভিনেত্রী। তিনি সিংহাই কনজারভেটরি অফ মিউজিকের স্নাতক।

 

বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা ‘দ্রষ্টব্য’ নামের যে গান  শুনেছেন, তা চৌ বিছাংয়ের ২০০৫ সালে শোবিজ জগতে পা রাখার পর প্রকাশিত প্রথম একক গান। গানের মনোহর সুর এবং গভীর লিরিক্স দ্রুত শ্রোতাদের মনে জায়গা করে নেয়।  ২০০৬ সালে চৌ বিছাংয়ের ক্যারিয়ারে স্পষ্ট অগ্রগতি হয়। ১৮ মার্চ তিনি লেলিন সংস্কৃতি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে, নতুন সহযোগিতার অধ্যায় খোলেন। একই বছরের ১ জুন তিনি তার প্রথম ইপি ‘চৌ বিছাংয়ের প্রথম ইপি’ প্রকাশ করেন। তিনি নিজেই এর মধ্যে দু’টো গানে সুর দেন। তারপর ১২ আগস্ট তিনি প্রথম একক অ্যালবাম ‘কে আমার স্ট্রিং স্পর্শ করেছে’ প্রকাশ করেন। অ্যালবামের বিক্রয় পরিমাণ লক্ষণীয়, বছরের শেষ নাগাদ আনুষ্ঠানিক সংস্করণের বিক্রয় পরিমাণ ছিল ৮.০১৩ লাখ এবং মোট বিক্রয় পরিমাণ ১৩.০১৩ লাখে পৌঁছেছে। 

 

২০০৭ সালের ২৬ মার্চ চৌ বিছাং  স্বল্পমেয়াদী অধ্যয়ন করতে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস কলেজ অফ মিউজিকে যান। স্বদেশে ফিরে আসার পর তিনি ইতিবাচকভাবে সংগীত সৃষ্টিতে যোগ দিয়ে বেশ কয়েকটি অলিম্পিক গেমস গানের রেকর্ডিং ও গাওয়ায় অংশ নেন। একই বছরের ১৮ ডিসেম্বর তিনি সঙ্গে সঙ্গে  ‘নাও’ এবং ‘ওঔ’ নামে দু’টো অ্যালবাম প্রকাশ করেন। দু’টো অ্যালবামের শৈল্পিক গানগুলি বাজারের স্বীকৃতি পায়। অ্যালবাম ‘NOW’-এর দ্বিতীয় পর্যায়ের প্রধান গান হিসেবে ‘প্রথম বার্ষিকী’ গানটি চৌ বিছাংয়ের সবচেয়ে সুদক্ষ আর অ্যান্ড বি প্রেমের গান। গানটিতে বলা হয়: ৮০’র দশকে জন্মগ্রহণকারীদের জন্য প্রেম দ্রুততার সাথে আসে এবং যায়। বন্ধু থেকে প্রেমিক-প্রেমিকা, আবার বন্ধু হয়। প্রেম হারানোর প্রথম বার্ষিকীর বিস্তারিত। আচ্ছা, বেশি কথা না বলি, এখন আমি ‘প্রথম বার্ষিকী’ গানটি আপনাদের সঙ্গে শুনি, কেমন?

 

২০০৯ সালে চৌ বিছাংয়ের ক্যারিয়ার নতুন পর্যায়ে উন্নীত হয়। তিনি বিনোদন কোম্পানি টাইফুন গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে, তাঁর চতুর্থ অ্যালবাম ‘সময়’ প্রকাশ করেন। অ্যালবামটি প্রকাশিত হবার পর চীনের মূল-ভূখন্ডে বিক্রির পরিমাণ বছরের শীর্ষে ছিল। তিনি প্রথমবারের মতো ‘ঋতু’ নামে ইংরেজি গান গাইতে শুরু করেন। গানটিতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রেমিকের জন্য গভীর ভালবাসার আকুলতা প্রকাশিত হয়। 

২০১০ সালের ১৮ জুন, চৌ বিছাং নতুন লম্বা চুলের প্রতিমূর্তীতে তার পঞ্চম অ্যালবাম প্রকাশ করেন। উল্লেখযোগ্য, অ্যালবামে রাখা ‘আই মিস ইউ মিসিং মি’ ইংরেজী গানটি ছিল যুক্তরাষ্ট্রের গ্র্যামি পুরস্কার বিজয়ী সংগীতজ্ঞ ডায়ান ওয়ারেন প্রথমবারের মতো কোনো চীনা গায়ক-গায়িকার জন্য সৃষ্ট গান। তাহলে বন্ধুরা, এখন আমি অবশ্যই চৌ বিছাংয়ের ইংরেজী গান ‘আই মিস ইউ মিসিং মি’ আপনাদের শোনাচ্ছি। কেমন? সঙ্গে সঙ্গে শুনব, তার অন্য একটি গান ‘দ্য ওম্যান নেক্সট ডোর’।

 

প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের চৌ বিছাংয়ের আরও একটি গান শোনাব। গানের নাম ‘শুভরাত্রির কথা’। 

   

(প্রেমা/হাশিম)