বেইজিংয়ে চীন ও প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জ দেশগুলোর চতুর্থ রাজনৈতিক পার্টির সংলাপ
2024-10-18 10:44:12

অক্টোবর ১৮: গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে চীন ও প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জ দেশগুলোর চতুর্থ রাজনৈতিক পার্টির সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চীনের কেন্দ্রীয় সরকারের বৈদেশিক যোগাযোগ বিভাগের মন্ত্রী লিউ চিয়ান ছাও অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। টোঙ্গার সাবেক প্রধানমন্ত্রী ও মহীয়সী কাউন্সিলর তুইভাকানোসহ সংশ্লিষ্ট দেশের নেতৃবৃন্দ ও চীনে নিযুক্ত রাষ্ট্রদূতরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

লিউ বলেন, চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর নেতারা ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে যৌথ বৈঠকের দশম বার্ষিকী। গত ১০ বছর চীন ও সংশ্লিষ্ট দেশগুলোর সাথে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও পারস্পরিক কল্যাণের দৃষ্টান্তে পরিণত হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টি এসব দেশের রাজনৈতিক পার্টির সাথে আদান-প্রদান ও যোগাযোগ জোরদার করতে এবং বিভিন্ন খাতে বাস্তব সহযোগিতা করতে চায়। যাতে চীন ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অভিন্ন কল্যাণের সমাজ ঘনিষ্ঠতর হয়।

 

সংলাপে উপস্থিত প্রশান্ত মহাসাগরীয় দীপপুঞ্জ দেশগুলোর নেতারা বলেছেন, তারা দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে এবং সিপিসি’র সাথে পার্টির বিনিময় ও সহযোগিতা জোরদার করবে। পাশাপাশি, বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করে আধুনিকায়ন প্রক্রিয়া বাস্তবায়ন করবে এবং চীনা প্রেসিডেন্ট সি’র উত্থাপিত তিনটি বৈশ্বিক প্রস্তাব কার্যকর করবে। যাতে যৌথভাবে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)