মাদ্রিদ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় চীনের অংশগ্রহণ
2024-10-18 18:11:15

অক্টোবর ১৮: চতুর্থ মাদ্রিদ বিজ্ঞান ও প্রযুক্তি মেলা গতকাল (বৃহস্পতিবার) শেষ হয়। বেশ কয়েকটি চীনা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।

স্পেনে হুয়াওয়েই উপাত্তকেন্দ্রের সমাধান পরিকল্পনা প্রযুক্তির পরিচালক ডেভিড ফার্নান্দেজ সাংবাদিকদের বলেন, এবারের মেলায় হুয়াওয়েই টেকসই উন্নয়ন ও দক্ষ উপাত্তকেন্দ্রের পরিকল্পনা তুলে ধরেছে।

চীনা প্রতিষ্ঠান কেহুয়া ডেটা দ্বিতীয় বারের মতো মাদ্রিদ বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করে। কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক হ্যে চি ওয়েই বলেন, স্পেনের উপাত্ত বাজার দ্রুত উন্নত হচ্ছে। তাঁর কোম্পানি দেশটিতে বাজার উন্নয়ন ও বিনিয়োগ করতে চায়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)