সামরিকবাদে বিরতি দিয়ে জাপানকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান চীনের
2024-10-18 18:17:56

অক্টোবর ১৮, সিএমজি বাংলা ডেস্ক: জাপানকে সামরিকবাদ থেকে বিরতি নিয়ে শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণের আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার এমন আহ্বান জানিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, আগ্রাসনের ইতিহাসটাকে জাপান যেন স্পষ্টভাবে দেখে। ইয়াসুকুনি সমাধির মতো ঐতিহাসিক বিষয়গুলোতে জাপানকে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়ারও আহ্বান জানান তিনি।


বৃহস্পতিবার শরত উৎসব উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা কুখ্যাত ইয়াসুকুনি সমাধিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় ওই মন্তব্য করেন মাও।


মাও বলেছেন, ইয়াসুকুনি হলো আগ্রাসনের জন্য দায়ী জাপানি সামরিক বাহিনীর একটি প্রতীক, তিনি যোগ করেন, জাপানের আগ্রাসন যুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত ১৪ জন প্রথম শ্রেণির যুদ্ধাপরাধীকে সেখানে সম্মান জানানো হয়েছে।


মাও নিং বলেন, জাপানের উচিত দৃঢ় পদক্ষেপের মাধ্যমে তার এশীয় প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন করা।


ফয়সল/শান্তা