অক্টোবর ১৮: চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে চীনের জিডিপি আগের বছরের একই সময়ের তুলনায় ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (শুক্রবার) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানায়।
পরিসংখ্যান অনুসারে, প্রথম শিল্পের সংযোজিত মূল্য ছিল ৫.৭৭৩৩ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরর একই সময়ের তুলনায় ৩.৪ শতাংশ বেশি; দ্বিতীয় শিল্পের সংযোজিত মূল্য ৩৬ ট্রিলিয়ন ইউয়ান, বৃদ্ধির হার ৫.৪; তৃতীয় শিল্পের সংযোজিত মূল্য ছিল ৫৩.০৬৫১ ট্রিলিয়ন ইউয়ান, বৃদ্ধির হার ৫.৩। তা ছাড়া, তৃতীয় প্রান্তিকে জিডিপি ০.৯ শতাংশ বেড়েছে।
এদিকে, বছরের প্রথম তিন প্রান্তিকে, ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় ৩৫.৩৫৬৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছায়, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৩ শতাংশ বেশি। প্রথম তিন প্রান্তিকে, পণ্যের মোট আমদানি ও রপ্তানি ছিল ৩২.৩২৫২ ট্রিলিয়ন ইউয়ানের, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫.৩ শতাংশ বেশি। এরমধ্যে রপ্তানির পরিমাণ ছিল ১৮.৬১৪৭ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬.২ শতাংশ বেশি এবং আমদানির পরিমাণ ছিল ১৩.৭১০৪ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.১ শতাংশ বেশি। (ছাই/আলিম/ওয়াং হাইমান)