খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে চীন
2024-10-17 19:12:00

অক্টোবর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বুধবার চীনের ন্যাশনাল ফুড অ্যান্ড স্ট্র্যাটেজিক রিজার্ভ অ্যাডমিনিস্ট্রেশন (এন এফ এস আর এ) জানিয়েছে চীন একটি বহু-স্তরীয় এবং সর্বাঙ্গীণ রিজার্ভ সিস্টেমের পাশাপাশি পর্যাপ্ত এবং উচ্চ মানের শস্য মজুদসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা আরও বাড়িয়েছে।

সর্বশেষ তথ্যে দেখা যায়, চীন বর্তমানে শরতের শস্য সংগ্রহের গতি বাড়িয়েছে, এ পর্যন্ত প্রধান শস্য উৎপাদনকারী এলাকায় ২০ মিলিয়ন টনেরও বেশি ফসল কেনা হয়েছে।

প্রশাসন জানায়, এক দশক আগের তুলনায়, চীন জুড়ে স্ট্যান্ডার্ড শস্য গুদামগুলোর সঞ্চয় ক্ষমতা ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রশাসন আরও জানিয়েছে, সংরক্ষণের সময়কালে রাষ্ট্রীয় মালিকানাধীন শস্য ডিপোতে শস্যের ক্ষতির হার ১ শতাংশের মধ্যে নিয়ন্ত্রিত রাখা সম্ভব হয়েছে।

শান্তা/ফয়সল