অক্টোবর ১৭, সিএমজি বাংলা ডেস্ক : চীনের তাইওয়ানের রাজধানী তাইপেতে শুরু হয়েছে ২০তম আন্তঃপ্রণালী বইমেলা। মঙ্গলবার শুরু হওয়া এই মেলা ২১ অক্টোবর শেষ হবে।
এবারের মেলায় তাইওয়ান প্রণালীর দুই পারের ২০০টিরও বেশি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে।
ছয় হাজার বর্গমিটার জায়গাজুড়ে চলছে মেলা, যেখানে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ানের প্রকাশনা সংস্থার বুথ ও নতুন বই প্রকাশের জন্য জায়গা নির্দিষ্ট করা হয়েছে।
আয়োজকরা বলছে, এবারের মেলায় সাহিত্য থেকে শুরু করে জীবনধারা, শিশুতোষ, ইতিহাস ও একাডেমিক ২০ হাজারেরও বেশি বই আছে।
২০০৫ সাল থেকে হয়ে আসছে এই বই মেলা। শুরু এখন পর্যন্ত এই মেলায় ৭০০ মিলিয়ন ইউয়ান মূল্যের বই বিক্রি হয়েছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি