ইউননান তৌনানের ‘সুন্দর অর্থনীতি’
2024-10-17 10:35:40

ইউন নান প্রদেশের তৌনান ফুল বাজারে প্রতিদিন ১১৭টি ধরনের ১৭ শ’টিরও বেশি জাতের ফুল বিক্রি হচ্ছে। এখানকার ফুল প্রতিদিন ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি হয়। সম্প্রতি, সাংবাদিকরা খুন মিং তৌনান ফ্লাওয়ার ট্রেডিং মার্কেট পরিদর্শন করেন এবং দেখেন যে, মানুষের ভিড় বাড়ছে, ফুলের সুবাস বাতাসে ভেসে বেড়াচ্ছে। প্রস্ফুটিত ফুল ‘সুন্দর অর্থনীতির’ প্রাণবন্ততাকে মূর্ত করেছে।

প্রায় ১৫ হাজার বর্গ মিটারের হলটিতে গোলাপ, লিলি, কার্নেশন, ডেইজি, সূর্যমুখী ফুলসহ অগণিত তাজা-কাটা ফুল স্টলগুলোতে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে... ট্রেডিং হল যেন রঙের সমুদ্রের মতো। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তৌনান বাজারে ফুলের ব্যবসা নিরবচ্ছিন্ন, অগণিত ফুল চাষী, বিক্রেতা এবং পর্যটক এখানে ভিড় জমায়। ডেটা দেখায় যে, দেশে প্রতি ১০টি তাজা-কাটা ফুলের মধ্যে ৭টি আসে তৌনান বাজার থেকে।

বিকেলের সময় ফুল চাষী ইয়াং থাও ২ হাজারেরও বেশি গোলাপ ফুল পরিবহন করেছেন। ফুলের গুণমান নিশ্চিত করার জন্য এসব গোলাপ তোলা থেকে ডেলিভারি পর্যন্ত মাত্র এক ঘন্টার কিছু বেশি সময় লেগেছে। ইয়াং থাও ২০ বছরেরও বেশি সময় ধরে ফুল চাষে নিযুক্ত আছেন, তাঁর বাবা একজন ফুল চাষী। ‘দ্বিতীয় প্রজন্মের ফুল চাষী’ হিসাবে তিনি সর্বপ্রথমে ৫০-মিটার ফ্লাওয়ার স্ট্রিট থেকে বর্তমানে এশিয়ার বৃহত্তম তাজা-কাটা ফুল বাজার পর্যন্ত তৌনানের রূপান্তরের সাক্ষ্য বহন করেছেন।

ইয়াং থাও বলেন, ‘সুবিধাজনক কৃষি এবং বুদ্ধিমান সেচ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে জল এবং সার একত্রিত করার পর আমাদের রোপণ পদ্ধতিগুলো গুণগতভাবে উন্নত হয়েছে। গোলাপের ফলন এবং গুণমান অনেক উন্নত হয়েছে। চারজন রোপণকর্মী  ১.৩ হেক্টর ফুলের ক্ষেতের মৌলিক কাজটি সম্পূর্ণ করতে পারেন।’

তিনি আরো বলেন, ছুটির সর্বোচ্চ সময়ে তিনি দিনে ১ লাখ ৪০ হাজার গোলাপ বিক্রি করেন এবং তার জীবন সমৃদ্ধ হতে যাচ্ছে।

ইউন নান তৌনান ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি গ্রুপের নির্বাহী প্রধান ছিয়েন ছোংচুন বলেন, ‘আমরা শুধু বণিক ও উৎপাদকদেরই আকৃষ্ট করিনি, ৪৯টি লজিস্টিক কোম্পানি, প্রায় ১২ হাজারটি সরবরাহকারী ব্র্যান্ড এবং ১০ হাজারটিরও বেশি ফুল দালাল এবং ৩ লাখ ৫০ হাজার ফুলের পাইকারি বাজার ও ফুলের দোকানকে উত্সাহ দিয়েছি। ‘একটি বাজার’ একটি শিল্পের বিকাশকে প্রাণবন্ত করে তোলার প্যাটার্ন প্রতিষ্ঠিত হয়েছে।’

পরিসংখ্যান অনুসারে, ইউন নান প্রদেশের ৮০ শতাংশেরও বেশি তাজা-কাটা ফুল এবং আশপাশের প্রদেশগুলো ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর ব্যাপক তাজা-কাটা ফুল দিয়ে তৌনান বাজারে ব্যবসা করা হচ্ছে। দেশজুড়ে তাজা-কাটা ফুলের ব্যবসার মধ্যে তৌনানের আপেক্ষিক বাজার শেয়ার ৭০ শতাংশেরও বেশি।

সুন্দর ফুলগুলো কেবল অগণিত চীনা বাড়িকে সাজায় না, বরং বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে ইউনানের অনন্য ‘রোম্যান্স’ সরবরাহ করতে সমুদ্র জুড়ে যাত্রা করে।

প্রতিদিন দুপুর ১টায় খুনমিং ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার নিলাম ট্রেডিং সেন্টার গোলাপ, জারবেরা, জিপসোফিলা এবং লিসিয়ানথাসসহ ৪০টিরও বেশি বিভাগে ১৫০০টিরও বেশি জাতের তাজা-কাটা ফুলের নিলাম সময়মতো শুরু হয়। বড় পর্দায়, বিভিন্ন ফুলের দাম রিয়েল টাইমে স্ক্রল করা হয় এবং নিলামকারীরা স্ক্রীনটি ঘনিষ্ঠভাবে দেখার সাথে সাথে দ্রুত লেনদেন চূড়ান্ত করেন। বিক্রি করা তাজা-কাটা ফুল শুধু দেশের বিভিন্ন শহরে যাবে তা নয়, বরং থাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, রাশিয়া এবং অস্ট্রেলিয়াসহ ৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হবে।

ডেটা দেখায় যে, ২০২৩ সালে, তৌনান ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফুলের লেনদেনের পরিমাণ ১৩.৫৪১ বিলিয়নে পৌঁছেছে এবং লেনদেনের পরিমাণ ১৩.৫৭ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

আজ, তৌনান চীনের একমমাত্র জাতীয় পর্যায়ের ফুল বাণিজ্য বাজার এবং এশিয়ার এক নম্বর ও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ফুল নিলাম কেন্দ্র হয়ে উঠেছে। যা বিশ্বের ফুল বাজারের ওয়েদার ভেন এবং ব্যারোমিটারে পরিণত হয়েছে।

ফুল চাষী ও ফুল বিক্রেতাদের জন্য, ‘সৌন্দর্য অর্থনীতি’র বয়ে আনা সুখ-স্বাচ্ছন্দ বাস্তবে পরিণত হয়েছে। ফুল চাষী ইয়াং তাও বলেন, তার জীবন একটি নতুন স্তরে পৌঁছেছে, এখন তার রেফ্রিজারেটেড ট্রাক প্রতিস্থাপন করা হয়েছে এবং একজন চালকও নিয়োগও করা হয়েছে।

ফুলের সুবাসের পাশাপাশি তৌনান লিখে চলেছে উন্নয়নের নতুন অধ্যায়। ফুল শিল্পের বিকাশের সাথে সাথে তৌনানের আশেপাশের লজিস্টিক, অর্থ, পর্যটন এবং অন্যান্য সম্পর্কিত শিল্পগুলোও দ্রুত বিকশিত হচ্ছে, যা সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির চালনা করছে।

তৌনান ফ্লাওয়ার মার্কেটে দাঁড়িয়ে দেখা যায়, হাজার হাজার ফুল নিয়ে গঠিত ফুলের সমুদ্র বিশ্বকে চীনের উন্নয়নের প্রাণশক্তি ও প্রাণবন্ততা দেখাচ্ছে।

(লিলি/হাশিম/রুবি)