গাজাসংশ্লিষ্ট নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে চীনের আহ্বান
2024-10-17 19:02:16


অক্টোবর ১৭: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে আয়োজিত সংশ্লিষ্ট এক সভায় বলেন, গাজা অঞ্চলের পরিস্থিতি নিয়ে ইতোমধ্যেই নিরাপত্তা পরিষদে একাধিক প্রস্তাব গৃহীত হয়েছে। এসব প্রস্তাবে স্পষ্টভাবে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে, যা এখনও বাস্তবায়িত হয়নি। এই উপেক্ষা জাতিসংঘের মর্যাদার ওপর মারাত্মক আঘাত। অবিলম্বে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবসমূহ বাস্তবায়ন করা উচিত।

ফু ছুং আরও বলেন, বিগত দুই সপ্তাহেও গাজায় ইসরায়েলের সামরিক হামলা অব্যাহত ছিল। ইসরায়েলি বাহিনী স্কুল ও হাসপাতালের ওপর হামলা অব্যাহত রেখেছে এবং সার্বিকভাবে গাজা অঞ্চলের উত্তরাঞ্চলে মানবিক ত্রাণ-সামগ্রী সরবরাহকাজ বন্ধ করে দিয়েছে। নিরাপত্তা পরিষদের দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষা করা। গাজার মতো ট্র্যাজেডি আরও ঘটতে পারে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। (ওয়াং হাইমানা/আলিম/ছাই)