অক্টোবর ১৭: সম্প্রতি চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, চীনের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের চিঠির জবাব দিয়েছেন। চিঠিতে তিনি শিক্ষার্থীদের আন্তরিকভাবে উত্সাহ দেন।
চিঠিতে সি বলেন, “তোমরা প্রতিযোগিতার প্ল্যাটফর্মে, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে বাস্তব সমস্যা সমাধান করবে এবং উদ্ভাবনের অনুশীলনে জ্ঞান ও অভিজ্ঞতা বাড়াবে। বিদেশী তরুণ-তরুণীদের সঙ্গে মৈত্রীও জোরদার করবে তোমরা। এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।”
সি বলেন, “উদ্ভাবন হলো মানবজাতির অগ্রগতির উত্স; যুবক-যুবতীরা হচ্ছে উদ্ভাবনের গুরুত্বপূর্ণ নতুন শক্তি। আশা করা যায়, তোমরা বৈজ্ঞানিক চেতনা প্রচার করবে, ইতিবাচকভাবে বৈজ্ঞানিক উদ্ভাবন খাতে কাজ করবে, এবং বিদেশী তরুণ-তরুণীদের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তির বিনিময় এবং বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে অবদান রাখবে।”
উল্লেখ্য, চীনা শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন প্রাদেশিক পর্যায়ের সরকার যৌথভাবে এবারের চীনা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উদ্ভাবন প্রতিযোগিতা আয়োজন করে। ১৫৩টি দেশ ও অঞ্চলের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)