অক্টোবর ১৭: রপ্তানি হ্রাস ও আমদানি বৃদ্ধির কারণে, গেল সেপ্টেম্বর মাসে জাপানের বাণিজ্য-ঘাটতি ছিল ২৯৪.৩ বিলিয়ন ইয়েন। এ নিয়ে টানা তিন মাস বাণিজ্য-ঘাটতির ধকল সামলেছে দেশটি। জাপানি অর্থ মন্ত্রণালয়ের আজ (বৃহস্পতিবার) প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুসারে, সেপ্টেম্বরে জাপানের রপ্তানির পরিমাণ ছিল ৯.০৪ ট্রিলিয়ন ইয়েন, যা আগষ্টের চেয়ে ১.৭ শতাংশ কম। এর মধ্যে গাড়ি, খনিজ জ্বালানি, এবং নির্মাণসামগ্রী ও খনিসংশ্লিষ্ট যন্ত্রপাতির রপ্তানি কমেছে যথাক্রমে ৯.২, ৪৯.৮ ও ৩৩.৩ শতাংশ। তবে, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উত্পাদন সরঞ্জামের রপ্তানি মূল্য ২৬.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ও চীনে জাপানের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)