চিয়াংসি থেকে বাংলাদেশে এয়ার কার্গো রুট চালু
2024-10-17 19:17:23

অক্টোবর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চিয়াংসি থেকে বাংলাদেশে প্রথম এয়ার কার্গো রুট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। মঙ্গলবার ৫৫ টন পোশাক এবং সাধারণ পণ্য নিয়ে একটি কার্গো বিমান নানছাং শহর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।  

রুটটি প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার জন্য নির্ধারণ করা হয়েছে। এতে সাধারণ পণ্যসামগ্রী, ই-কমার্স পণ্য এবং তেলজাতীয় পণ্য পরিবহন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, বিমান রুটটি চালু হওয়ার ফলে চিয়াংসি ও দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়বে। পাশাপাশি এই প্রদেশ এবং বেল্ট অ্যান্ড রোড অংশীদার দেশ ও অঞ্চলগুলোর মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার জন্য আরও সুবিধাজনক এবং দক্ষ লজিস্টিক পরিষেবা সরবরাহ বাড়বে।

ঐশী/ফয়সল

তথ্য ও ছবি : সিসিটিভি