বেলজিয়ামে ইইউ-জিসিসি প্রথম শীর্ষসম্মেলন
2024-10-17 19:04:18


অক্টোবর ১৭: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-র প্রথম শীর্ষসম্মেলন গতকাল (বুধবার) বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হয়।

শীর্ষসম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল: ‘শান্তি ও সমৃদ্ধির জন্য কৌশলগত অংশীদারিত্ব’। সম্মেলনে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

সম্মেলনে ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট মিশেল বলেন,  ইইউ ও জিসিসি ‘একবিংশ শতাব্দীর জন্য উপযুক্ত কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে প্রস্তুত’।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা, রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব, এবং অন্যান্য ইস্যু বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ প্রেক্ষাপটে ইউরোপ ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা গুরুত্বপূর্ণ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)