ডিসেম্বরে চীনের ছুংছিংয়ে সাজ-সরঞ্জামশিল্পের উন্নয়নসংশ্লিষ্ট সম্মেলন
2024-10-17 18:57:59


অক্টোবর ১৭: আগামি ২ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চীনের ছুংছিংয়ে অনুষ্ঠিত হবে ‘সাজ-সরঞ্জাম নির্মাণশিল্পের উন্নয়ন সম্মেলন, ২০২৪’। গতকাল (বুধবার) চীনের যন্ত্রশিল্প ফেডারেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্মেলনটি আয়োজিত হবে চীনের যন্ত্রশিল্প ফেডারেশনের উদ্যোগে। হাব বন্দর শিল্প পার্ক এবং যন্ত্রশিল্প ও তথ্য গবেষণালয় এ কাজে সহায়তা দেবে। সম্মেলনের মূল প্রতিপাদ্য হবে: ‘আরও ভালো সরঞ্জাম, আরও সুন্দর বিশ্ব—বুদ্ধিমত্তা, সবুজ, ও সম্পর্কোন্নয়ন।’

সম্মেলনের মূল উদ্দেশ্য, বিনিময় ও সহযোগিতার প্ল্যাটফর্ম সৃষ্টি করা। সংশ্লিষ্ট শিল্পের প্রবণতা নিয়ে আলোচনা করতে এবং শিল্প-উন্নয়নের যৌথ দিকনির্দেশনা দিতে, দেশী-বিদেশী বিখ্যাত বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ, নির্মাণ শিল্পের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এবং এই শিল্প খাতের প্রতিনিধিবৃন্দ সম্মেলনে আমন্ত্রিত হবেন।

চীনের যন্ত্রশিল্প ফেডারেশনের নির্বাহী উপ-প্রধান এবং তথ্য মুখপাত্র লুও চুনচিয়ে বলেন, এবারের সম্মেলন কেবল যে সরঞ্জাম শিল্পের সর্বশেষ ফলাফল ও ভবিষ্যত্ প্রবণতা প্রদর্শন করবে, তা নয়; বরং শিল্প খাতের নব্যতাপ্রবর্তনের চালিকাশক্তি চাঙ্গা করবে, শিল্পের আপগ্রেডেশান ও রূপান্তরকে এগিয়ে নিয়ে যাবে, এবং নতুন গুণাগুণের উত্পাদন শক্তি উন্নয়ন করবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)