চীনের তৈরি উভচর বিমান এজি৬০০-এর সহনশীলতার পরীক্ষা শুরু
2024-10-17 19:19:37


 

অক্টোবর ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তৈরি এজি৬০০ উভচর বিমানের পূর্ণাঙ্গ সহনশীলতার পরীক্ষা শুরু করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না বা এভিআিইসি। বুধবার প্রতিষ্ঠানটি এ খবর জানিয়েছে।

 

চীনের শীর্ষস্থানীয় উড়োজাহাজ প্রস্তুতকারক এভিআইসি’র মতে, উত্তর-পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরের ইয়ানলিয়াং জেলার এয়ারক্রাফ্ট স্ট্রেংথ রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষাটি চালানো হচ্ছে।

 

প্রতিষ্ঠানটি বলেছে, এতে এজি৬০০ বিমানের আয়ু বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেবে।

 

বড় আকারের এই উভচর উড়োজাহাজ চীনের জরুরি উদ্ধার ক্ষমতা শক্তিশালী করবে। অনন্য এ বিমানটির উপরের অংশ বিমানের মতো এবং নিচের দিকটা জাহাজের আকৃতির।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিজিটিএন