অক্টোবর ১৭: ২৯তম ম্যাকাও আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ মেলা গতকাল (বুধবার) ম্যাকাওয়ে শুরু হয়েছে। এ মেলায় ১০টি প্রদর্শনী অঞ্চল রয়েছে। তাতে ১৬টি দেশ ও অঞ্চলের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
ম্যাকাও ইনভেস্টমেন্ট প্রমোশন ব্যুরো জানায়, দুটি প্রদর্শনীর আয়তন ৩৮ হাজার বর্গমিটার। প্রদর্শনীর সময় ৪০টিরও বেশি আর্থ-বাণিজ্যিক কার্যক্রম আয়োজন করা হবে। যার মধ্যে সম্মেলন, ফোরাম, থিম আলোচনা এবং নতুন পণ্য প্রকাশসহ নানা পদ্ধতিতে সাধারণ স্বাস্থ্য, আধুনিক অর্থ, উচ্চ-প্রযুক্তি, প্রদর্শনী এবং বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ শিল্পগুলো রয়েছে।
প্রদর্শনীতে ৮টি থিম্যাটিক সেশন রয়েছে। এতে আধুনিক অর্থনীতি, প্রকিউরমেন্ট ওরিয়েন্টেশন, স্বাস্থ্য ও পর্তুগিজ-ভাষী দেশগুলোর সেবাসহ নানা বিষয় রয়েছে।
এ দু’টি প্রদর্শনী ১৭ অক্টোবর থেকে বিনামূল্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
(রুবি/তৌহিদ/সুবর্ণা)