বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করেছে ১৩৬তম ক্যান্টন ফেয়ার
2024-10-17 19:14:33

অক্টোবর ১৭, সিএমজি বাংলা ডেস্ক : চীনের কুয়াংচৌতে চলমান ১৩৬তম ক্যান্টন ফেয়ারে চীনের উৎপাদন দক্ষতায় মুগ্ধ হয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত ক্রেতারা। প্রতিবছরের মতো এবারও বাণিজ্যমেলাটি চীনের কুয়াংচৌ প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করছে। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া মেলাটি তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ৪ নভেম্বর পর্যন্ত।

 

‘সার্ভিং হাই-কোয়ালিটি ডেভলপমেন্ট, প্রোমোটিং হাই লেবেল ওপেনিং আপ’ প্রতিপাদ্যে চলছে এবারের মেলা। যেখানে ২৫০জন খুচরা বিক্রেতা এবং ২৪১টি বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করেছে।

 

আয়োজকরা বলছেন, মেলায় ২০০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে ১ লাখ ৪৭ হাজার বিদেশি ক্রেতা এসেছেন।

 

মেলার এইপর্বে ৩০ হাজারেরও বেশি প্রদর্শক ১ দশমিক ১৫ মিলিয়ন নতুন পণ্য প্রদর্শন করেছে। সেখানে অনেক নতুন কোম্পানি, পণ্য এবং প্রযুক্তির দেখা মিলছে। 

 

এবারের মেলায় সাড়ে ১৫ লাখ বর্গ মিটার জায়গাজুড়ে করা হয়েছে ৫৫টি প্রদর্শনী এলাকা।

 

১৯৫৭ সাল থেকে শুরু হয় এই আমদানি-রপ্তানি মেলা।

 

নাহার/শান্তা