চীন সফরে আসছেন ব্রিটিশ উন্নয়নমন্ত্রী
2024-10-17 17:09:30

অক্টোবর ১৭: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে, ব্রিটিশ কূটনীতি ও উন্নয়নমন্ত্রী ডেভিড ল্যামি, আগামী ১৮ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চীন সফর করবেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, চীন ও ব্রিটেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের প্রধান দুটি অর্থনৈতিক সত্তা। দু’দেশের সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নয়ন দু’দেশের অভিন্ন কল্যাণের সঙ্গে সংগতিপূর্ণ এবং আন্তর্জাতিক সমাজের ঐক্য, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা, বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য অনুকূল।

তিনি আরও বলেন, আসন্ন সফর হবে নতুন ব্রিটিশ সরকারের কোনো মন্ত্রীর প্রথম চীন সফর। সফরকালে দু’পক্ষের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রের সংলাপ ও সহযোগিতা জোরদার করার মতো ইস্যু নিয়ে আলোচনা হবে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)