অক্টোবর ১৭: লেবাননে জাতিসংঘের অস্থায়ী বাহিনী পাঠানো ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র ১৬টি দেশ গতকাল (বুধবার) সিদ্ধান্ত নেয় যে, পুনরায় হামলা এড়াতে ইসরায়েলের ওপর সর্বোচ্চ চাপ দেবে তারা।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার ইতালি ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ইইউ’র ১৬টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের অনলাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। অংশগ্রহণকারীরা লেবাননে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান। সম্মেলনে ‘বিভিন্ন পক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক পদ্ধতিতে ইসরায়েলের উপর সর্বোচ্চ চাপ দেওয়ার’ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
(প্রেমা/তৌহিদ/ছাই)