অক্টোবর ১৭: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আরাঘচি গতকাল (বুধবার) বলেছেন, তার দেশের সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগের চ্যানেলগুলো উন্মুক্ত রয়েছে।
ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ এজেন্সি অনুসারে, জর্ডান সফররত আরাঘচি গণমাধ্যমকে বলেছেন, ভুল বোঝাবুঝি দূর করতে এবং সম্ভাব্য ভুল ক্যালকুলেশান প্রতিরোধে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য আদান-প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের চ্যানেলগুলো সর্বদা বিদ্যমান ছিল এবং আছে।
মিস্টার আরাঘচি আরও বলেন, তেহরানে সুইস দূতাবাস ইরানের ‘যুক্তরাষ্ট্রের সাথে তথ্য আদান-প্রদানের সরকারি চ্যানেল’ ছিল। ‘আমরা যখনই এই চ্যানেলগুলোর প্রয়োজন হয়, তখনই তা ব্যবহার করি’। (ওয়াং হাইমান/আলিম/ছাই)