অক্টোবর ১৬: গত সোমবার চীনের ষষ্ঠ টেকসই উন্নয়ন বার্ষিক সম্মেলন অ্যাঙ্গোলাতে শুরু হয়। অনেক চীনা বিশ্ববিদ্যালয় এবং অ্যাঙ্গোলার ক্ষমতাসীন দল, অ্যাঙ্গোলার গণমুক্তি আন্দোলনের কর্মকর্তাদের দারিদ্র্যবিমোচনবিষয়ক পণ্ডিত, এবং ফ্রন্ট-লাইন কর্মীরা, ‘চীন ও আফ্রিকার আধুনিকীকরণের প্রচার এবং একটি সমাজ গঠনের জন্য একত্রিত হওয়া’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে, আলোচনা করেন।
অ্যাঙ্গোলার গণমুক্তি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ক্যাডারনীতি-বিষয়ক সম্পাদক ব্রাগানজা উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, অ্যাঙ্গোলা ও চীন দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করে চলেছে। দুই দেশের উন্নয়নের অভিজ্ঞতা এবং দারিদ্র্যবিমোচনে রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ভাগ করে নেওয়ার মাধ্যমে, তারা অর্থনীতি, সমাজ ও দল গঠনের ক্ষেত্রে মতবিনিময় করেছে।
চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সেক্রেটারি চাং তুংকাং তার মূল বক্তৃতায় বলেন, চীন ও আফ্রিকান দেশগুলোর যৌথভাবে আধুনিকীকরণের প্রচারের জন্য টেকসই উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ ফোকাস এবং মূল কাজ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)