মার্কিন-চীন সম্পর্ক কমিটির অনুষ্ঠানে সি’র শুভেচ্ছাবার্তা
2024-10-16 16:16:23

অক্টোবর ১৬: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, গতকাল (মঙ্গলবার), মার্কিন-চীন সম্পর্ক জাতীয় কমিটির ২০২৪ সালের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একটি শুভেচ্ছাবার্তা পাঠান।

বার্তায় সি দু’দেশের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে যোগাযোগ ও সহযোগিতায় কমিটির ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি পুরস্কার জেতায় উইলিয়াম ফোর্ডকে অভিনন্দন জানান।

সি চিন পিং বলেন, চীন-মার্কিন সম্পর্ক হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কগুলোর অন্যতম। দু’দেশের সুসম্পর্ক দু’দেশের জনগণের স্বার্থ ও মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ। চীন বরাবরই পারস্পরিক সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা ও অভিন্ন কল্যাণের নীতিতে দু’দেশের সম্পর্ক মোকাবিলা করে আসছে।

তিনি বলেন, চীন মনে করে, দু’দেশের সাফল্য এক অপরের জন্য সুযোগ। দু’দেশকে উন্নয়নের প্রশ্নে একে অপরের পথে বাধা সৃষ্টি নয়, বরং সহায়তা করতে হবে। চীন যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হতে চায়।

সি আরও বলেন, উন্মুক্তকরণ হলো চীনা শৈলীর আধুনিকায়নের প্রতীক। চীন উন্মুক্তকরণ বাড়াবে। চীন আন্তর্জাতিক ব্যবসায়ের জন্য আরও উপযুক্ত পরিবেশ গড়ে তুলবে, সুপার বাজারের সুবিধা ও অভ্যন্তরীণ চাহিদার সুপ্তশক্তি কাজে লাগাবে, এবং দু’দেশের সহযোগিতার জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করবে।

একই দিন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও অনুরূপ একটি শুভেচ্ছাবার্তা পাঠান। (ছাই/আলিম/ওয়াং হাইমান)