অক্টোবর ১৬: গতকাল (মঙ্গলবার) ইসলামাবাদে শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনের ২৩তম অধিবেশন চলাকালে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী আকিলবেক জাপারভ এবং চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠককালে লি বলেন, কিরগিজস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয় চীন, পরস্পরকে সমর্থন করে দু’দেশের উন্নয়নে আস্থাবান ও নির্ভরশীল অংশীদারে হতে চায় দু’দেশ। দু’পক্ষের যৌথ প্রয়াসে ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগের গুণগতমানের উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ ও বিনিময় মান উন্নয়ন, বন্দরসহ বিভিন্ন অবকাঠামো ব্যবস্থাপনার নির্মাণ বাস্তবায়ন করার আশা করে চীন। যাতে, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের প্রাণশক্তিতে উত্সাহ দেওয়া যায়, নতুন জ্বালানি সম্পদ, আন্তঃদেশীয় অনলাইন ব্যবসা, বিগ ডেটা, এআইসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করা যায়। গত বছর চীন ও মধ্যএশিয়ার শীর্ষসম্মেলনে অর্জিত সাফল্য বাস্তবায়নে কিরগিজস্তানের সাথে সহযোগিতা করতে চায় চীন। পাশাপাশি, দৃঢ়ভাবে ‘শাংহাই চেতনা’ অনুসরণ করা হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীল উন্নয়নে ইতিবাচক শক্তি যোগাবে।
জাপারভ বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় তাঁর দেশ, দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করে যৌথভাবে ‘বেল্ট এ্যান্ড রোড’ উদ্যোগ নির্মাণ করা হবে এবং চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলপথ নির্মাণ দ্রুত করা হবে, সেই সঙ্গে বন্দর, পারস্পরিক যোগাযোগ ও আর্থসহ বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করা হবে। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত তিনটি বৈশ্বিক প্রস্তাব সমর্থন দেয় কিরগিজস্তান এবং চীনের সাথে বহুপক্ষীয় সহযোগিতায় আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বাস্তবায়নে আরো বেশি অবদান রাখবে দেশটি।
(সুবর্ণা/তৌহিদ/রুবি)