নতুন ১৮টি গ্রুপ স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
2024-10-16 19:40:12

অক্টোবর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন মঙ্গলবার শানসি প্রদেশের থাইইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ১৮টি উপগ্রহের একটি গুচ্ছ সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করেছে।

ছিয়ানফান কন্সটেলশন স্যাটেলাইট গুচ্ছ বেইজিং সময় সন্ধ্যা ৭ টা ৬ মিনিটে উৎক্ষেপণ করা হয়। লং মার্চ ৬ ক্যারিয়ার রকেট স্যাটেলাইট গুচ্ছকে মহাকাশে নিয়ে যায়। এগুলো পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।  পৃথিবীর নিম্ন কক্ষপথে মাল্টিমিডিয়া স্যাটেলাইটের নেটওয়ার্ক তৈরি করবে এই স্যাটেলাইট গুচ্ছে।

এটি লংমার্চ রকেট সিরিজের ৫৩৯তম ফ্লাইট মিশন।

নাহার/শান্তা