বিশ্বব্যাপী সামাজিক নিরাপত্তা খাতে লিঙ্গ-বৈষম্য ক্রমশ বাড়ছে: জাতিসংঘ
2024-10-16 17:18:58

অক্টোবর ১৬: যদিও সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বব্যাপী সামাজিক নিশ্চয়তার মান তুলনামূলকভাবে উন্নত হয়েছে, তবে এ ক্ষেত্রে লিঙ্গ-বৈষম্য ক্রমশ বাড়ছে। জাতিসংঘের নারী বিভাগের গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নগদ সুবিধা, বেকারভাতা, পেনশন, এবং স্বাস্থ্যসেবার মতো খাতে লিঙ্গ-বৈষম্য নারী ও মেয়েদের দারিদ্র্যের ঝুঁকি বাড়াচ্ছে। ২০২৩ সালে বিশ্বব্যাপী ২০০ কোটি নারী ও মেয়ে কোনো ধরনের সামাজিক সুরক্ষা জালের আওতায় ছিল না। বর্তমানে, ২৫ থেকে ৩৪ বছর বয়সী মহিলাদের একই বয়সের পুরুষদের তুলনায় চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করার আশঙ্কা ২৫ শতাংশেরও বেশি।

প্রতিবেদনে বিভিন্ন দেশের সরকারকে সামাজিক নিশ্চয়তা ব্যবস্থা ও সংঘর্ষ মোকাবিলার ক্ষেত্রে নারী ও মেয়েদের চাহিদাকে অগ্রাধিকার দিতে আহ্বান জানানো হয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)