শাংহাই সহযোগিতা সংস্থার ২৩তম অধিবেশনে লি ছিয়াং
2024-10-16 19:26:13

অক্টোবর ১৬: আজ (বুধবার) চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ইসলামাবাদে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র সদস্যদেশগুলোর সরকার-প্রধানদের কাউন্সিলের ২৩তম অধিবেশনে যোগ দেন। এসসিও’র সদস্যদেশগুলো এবং পর্যবেক্ষক দেশগুলোর শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন।

অধিবেশনে লি ছিয়াং বলেন, চলতি বছরের জুলাইয়ে আস্তানা শীর্ষসম্মেলনে বিভিন্ন সদস্যদেশের শীর্ষ নেতৃবৃন্দের হাতে হাতে রেখে, ঐক্যবদ্ধ, পারস্পরিক আস্থায় পূর্ণ, শান্তিময়, সমৃদ্ধ ও উন্নত, সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ, এবং ন্যায্য ও যৌক্তিক এক এসসিও গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এমন ধরণের এসসিও গড়ে তোলার জন্য আরও দৃঢ় রাজনৈতিক ভিত্তি, আরও নির্ভরশীল নিরাপত্তা বেষ্টনি, আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক অঞ্চল, আরও গভীর সংবেদনশীল সংযোগ, এবং আরও সুষ্ঠু বহুপাক্ষিক সহযোগিতা দরকার বলেও তিনি মত প্রকাশ করেন।

অধিবেশনে অংশগ্রহণকারী পক্ষগুলো জানায়, বিভিন্ন পক্ষের উচিত সক্রিয়ভাবে আস্তানা শীর্ষসম্মেলনের ফলাফল কাজে লাগিয়ে, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও ঘনিষ্ঠ করা, আর্থ-বাণিজ্যিক ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করা, ও সত্যিকারের বহুপক্ষবাদ বাস্তবায়ন করা, যাতে যৌথভাবে আঞ্চলিক ও বৈশ্বিক স্থায়ী শান্তি ও যৌথ সমৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)