আধুনিক সামরিক তত্ত্বের ব্যবস্থা উন্নত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট সি
2024-10-16 19:31:49

 

অক্টোবর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং নতুন যুগে নতুন যাত্রায় সামরিক তত্ত্ব সম্পর্কিত কাজকে ব্যাপকভাবে জোরদার করার এবং চীনা বৈশিষ্ট্যের সাথে আধুনিক সামরিক তত্ত্বের একটি ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) চেয়ারম্যান সি সোম ও মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক তত্ত্ব সম্পর্কিত কাজের বিষয়ে একটি বৈঠকের নির্দেশে এই মন্তব্য করেন।

সি জোর দিয়ে বলেন,  সামরিক তত্ত্বের আধুনিকীকরণ জাতীয় প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং  এটি শক্তিশালী সামরিক বাহিনী গঠনের পথকে প্রশস্ত করে।

তিনি জনগণের সশস্ত্র বাহিনী বিকাশের অনুশীলনের সাথে মার্কসবাদের মৌলিক নীতিগুলিকে একীভূত করার গুরুত্বের উপর জোর দেন।

সি চিনপিং সামরিক তত্ত্ব উদ্ভাবনের জন্য শীর্ষ-স্তরের নকশা অপ্টিমাইজ করার প্রচেষ্টা, প্রাসঙ্গিক গবেষণার মডেল উন্নত এবং সামরিক তত্ত্বের প্রয়োগ বাড়ানোর জন্য প্রচেষ্টার আহ্বান জানান, এইভাবে দেশের সশস্ত্র বাহিনীকে আরও দ্রুত বিশ্বমানের মানদণ্ডে উন্নীত করার জন্য বৈজ্ঞানিক সহায়তা এবং নির্দেশনা প্রদান করেন।

সভায় তাঁর গুরুত্বপূর্ণ নির্দেশনা জানানো হয় এবং অধ্যয়ন করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর সদস্য এবং সিএমসি-এর ভাইস চেয়ারম্যান চাং ইয়োসিয়া  বৈঠকে যোগ দিয়ে বক্তব্য রাখেন।  

শান্তা/মিম