লি ছিয়াং—জারদারি বৈঠক অনুষ্ঠিত
2024-10-16 11:23:11

অক্টোবর ১৬: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের প্রেসিডেন্ট ভবনে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেছেন।

লি ছিয়াং বলেছেন, চীন পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে, দেশ প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে এবং পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দৃঢ় সমর্থন দিতে চায়। এ ছাড়া, দেশটির সঙ্গে উন্নয়ন কৌশল সংযুক্তি জোরদার করতে, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি করতে, সাংস্কৃতিক বিনিময় গভীর করতে, চীন-পাক অর্থনৈতিক করিডোরকে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের প্রতীকী প্রকল্প তৈরি করতে এবং পারস্পরিক কল্যাণ ও উভয়ের কল্যাণ বাস্তবায়ন করতে চায়।

 

জনাব জারদারি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন হলেও পাক-চীন সম্পর্ক সবসময় স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। পাকিস্তান দৃঢ়ভাবে একচীন নীতিতে অবিচল থাকে এবং আগের মতো পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে চীনকে সমর্থন করবে। দেশটি যথাসাধ্য চেষ্টা চালিয়ে দেশটিতে চীনা নাগরিক, সংস্থা ও প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবে।

(প্রেমা/তৌহিদ/ছাই)