কুয়াংচৌতে শুরু হয়েছে ১৩৬তম ক্যান্টন ফেয়ার
2024-10-16 19:35:10

অক্টোবর ১৬, সিএমজি বাংলা ডেস্ক : দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌতে মঙ্গলবার ১৩৬তম চীন আমদানি ও রপ্তানি মেলা শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও বাণিজ্যমেলাটি চীনের কুয়াংচৌ প্রাদেশিক সরকার এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে আয়োজন করছে। তিন পর্বে এবারের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

এবারের মেলায় সাড়ে ১৫ লাখ বর্গ মিটার জায়গাজুড়ে করা হয়েছে ৫৫টি প্রদর্শনী এলাকা।

মন্ত্রণালয় বলছে, এবারের সেশনে প্রায় ৩ লাখ ৯০ হাজারেরও বেশি ডিজিটাল এবং স্মার্ট পণ্য প্রদর্শিত হবে, যা গেল বছরের ক্যান্টন ফেয়ারের তুলনায় তিন গুণ বেশি।

মন্ত্রণালয় বলছে, এবারের সেশনে ৭৫০টিরও বেশি বাণিজ্য বিষয়ক বিভিন্ন প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হবে। পাশাপাশি এবারের মেলায় অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রম আরও উন্নত করা হয়েছে।

১৯৫৭ সাল থেকে শুরু হয় এই আমদানি-রপ্তানি মেলা।

নাহার/শান্তা